দেশজুড়ে কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় আবারও দেশের সেরা রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশন ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন। তিনটি ক্যাটাগরিতে ওয়ালটন পেয়েছে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫’।
রবিবার (২১ ডিসেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৭তম আসরে ‘মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ’ সম্মাননায় ভূষিত হয়েছে ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশন। এর মাধ্যমে ওয়ালটন রেফ্রিজারেটর টানা ১২ বার, টেলিভিশন টানা ৩ বার এবং এসি পরপর দুই বছর বেস্ট ব্র্যান্ডের স্বীকৃতি পেল।
শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটনকে দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর, এসি ও টিভি ব্র্যান্ড হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার তানভীর রহমান, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার মো. তাহসিনুল হক, ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন ও তানভীর আঞ্জুম এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটন কর্তৃপক্ষ দেশজুড়ে তাদের অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলার, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.