জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, সাময়িকভাবে দুর্ভিক্ষের ঝুঁকি কমলেও গাজা উপত্যকায় পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক। তিনি জানান, গাজার মোট জনসংখ্যার ৭৫ শতাংশেরও বেশি এখনও তীব্র খাদ্য সংকট ও পুষ্টিহীনতার হুমকির মুখে রয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, ‘দুর্ভিক্ষ কিছুটা কমলেও এই অগ্রগতি খুবই ভঙ্গুর।’
তিনি টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, আরও সীমান্ত ক্রসিং খুলতে হবে, জরুরি পণ্যের ওপর বিধিনিষেধ তুলে নিতে হবে।
জাতিসংঘ মহাসচিব বলেন, আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে এবং এনজিওসহ সবার জন্য বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।
গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে ইসরায়েলের অনীহার প্রসঙ্গে গুতেরেস বলেন, ‘দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়া অত্যাবশ্যক। এটি এড়ানোর কোনো অজুহাত থাকা উচিত নয়।’
এদিকে অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সেখানে বসতি স্থাপনকারীদের সহিংসতা, জমি দখল ও ঘরবাড়ি ধ্বংস বেড়েই চলেছে।
এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) অন্তর্বর্তী নির্দেশনা বাধ্যতামূলক এবং তা বাস্তবায়ন করতে হবে বলেও তিনি জোর দেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.