প্রথম আলোর কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা হয়েছে। হামলাকারীরা ভবনটিতে প্রবেশ করে দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাটির কার্যালয়ে ব্যাপক ভাংচুর করেছে। এক পর্যায়ে তারা ভবনটিতে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার রাতে একদল বিক্ষুব্ধ মানুষ এ ঘটনা ঘটিয়েছে।

আজ রাত ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা যাওয়ার খবর পাওয়া যায়। এ খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর শাহবাগে হাজার হাজার মানুষ সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। রাত ১১টার কিছু সময় পরে কয়েকশ বিক্ষুব্ধ মানুষ প্রথম আলোর কার্যালয় ঘেরাও করে। ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়তে থাকে। রাত ১২টার দিকে তাদের একটি অংশ ভবনটিতে ঢুকে পড়ে। এদের কেউ কেউ ব্যাপক ভাংচুর চালায়। পরবর্তীতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ওই ঘটনার সময় ভবনটিতে নিজস্ব কয়েকজন নিরাপত্তা রক্ষী ছাড়া বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর একাধিক দফায় প্রথম আলো কার্যালয় ঘিরে রেখে বিক্ষোভের ঘটনা ঘটে। পরে সেনা সদস্যদের হস্তক্ষেপে সম্ভাব্য বড় অঘটন এড়ানো সম্ভব হয়। আজ রাতে ওসমান হাদীর মৃত্যুর খবরের পর রাজধানীতে বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে-এমন আশংকা থাকা সত্ত্বেও পুলিশ ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে স্পর্শকাতর জায়গাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়নি বলে অভিযোগ উঠে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো স্বার্থান্বেষী মহল বিক্ষুব্ধ জনতাকে প্রথম আলোতে হামলার বিষয়ে উস্কে দিয়ে থাকতে পারে বলে মনে করছে নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম আলোর একজন সিনিয়র সাংবাদিক।

বিস্তারিত আসছে….

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.