বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সীমায় বড় পরিবর্তন

টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে এবার কিছুটা দেরিতে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি কদিন আগেই জানিয়েছেন পিএসএলের আগামী আসর ২৬ মার্চ থেকে শুরু হবে । ফাইনাল হবে ৩ মে। পিএসএলের এমন সূচির কারণে দুই ভাগে হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সূচি।

মূলত দুই দেশের ক্রিকেট বোর্ডই সূচি সংঘাত এড়াতে নতুন একটি সময়সূচি নির্ধারণের কথা ভাবছে বলে আগেই জানিয়েছিল পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী ২০২৬ সালের মার্চ-এপ্রিলে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা পাকিস্তানের।

পূর্ব ঘোষণা অনুযায়ী এই সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি রয়েছে। পাকিস্তানের ক্রিকেটাররা এই সময় নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকবেন। সময়সূচি পুনঃনির্ধারণ একমাত্র সমাধান হিসেবে ধরে নিচ্ছে দুই বোর্ড।

বাংলাদেশও পাকিস্তানের এমন প্রস্তাব ইতিবাচক হিসেবেই দেখছে। যার কারণে পিএসএলের আগে এবং পরে দুই ভাগে ভাগ করে হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। সংবাদ সম্মেলনে এমনটা নিশ্চিত করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘পিএসএল এর কারণে পাকিস্তান সিরিজের সময় পরিবর্তন করতে হচ্ছে। টুর্নামেন্টের আগে পরে দুই ভাগে সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান।’

তবে ওয়ানডে সিরিজ আগে না টি-টোয়েন্টি সিরিজ আগে হবে তা নির্ভর করবে দুই দলের পরিকল্পনার ওপর। যদিও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দুই বোর্ডই।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.