ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৪০, মৃত্যু ১

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪০ জন, এ সময়ে একজন মারা গেছেন। এদিকে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখনও পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৯৯ হাজার ৭৭২ জন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

অধিদফতর জানায়, মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। তাকে নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন ৪১০ জন এবং মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৯ জন, উত্তর সিটি করপোরেশনে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৭, রংপুর বিভাগে ১ এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন। এই সময়ে ৩২০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.