‘স্মার্ট’ সুশাসন ব্যবস্থার অগ্রগতি নিয়ে জাইকার কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশে স্থানীয় সুশাসন ব্যবস্থা শক্তিশালী করার রূপরেখা এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)-এর অর্জন তুলে ধরতে এক কর্মশালার আয়োজন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ। গতকাল আয়োজিত এই অনুষ্ঠানটি সমন্বয় করেন ইউজিডিপির প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব ড. আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেম। সম্মানিত অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশ অফিসের জ্যেষ্ঠ প্রতিনিধি মরিকাওয়া ইউকো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

উপজেলা পরিষদগুলোকে তৃণমূল পর্যায়ে সেবা প্রদানের কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে বাস্তবায়িত ইউজিডিপি প্রকল্পের মাধ্যমে পারফরমেন্সভিত্তিক অর্থায়ন, ডিজিটাল সুশাসন ব্যবস্থার বিভিন্ন উপকরণ এবং সক্ষমতা উন্নয়ন কার্যক্রম চালু করা হয়। কর্মশালায় নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা কৌশলগত, পরিমাপযোগ্য, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট’ সুশাসন ব্যবস্থার বাস্তবায়নের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় উপস্থাপিত ইউজিডিপি প্রকল্পের প্রধান অর্জনের মধ্যে রয়েছে পারফরমেন্সভিত্তিক বরাদ্দ (পিবিএ) চালু করা, যেখানে সুশাসনব্যবস্থার ফলাফলের সঙ্গে আর্থিক বরাদ্দকে সংযুক্ত করা হয়েছে। এতে জবাবদিহিতা বৃদ্ধি ও ইতিবাচক আচরণগত পরিবর্তনে উৎসাহ সৃষ্টি হয়েছে। এছাড়া স্থানীয় সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধিতে ওয়েবভিত্তিক গভর্নেন্স পারফরম্যান্স মূল্যায়ন ব্যবস্থা চালু করা হয়।

প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের জন্য লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণসহ অন্তর্ভুক্তিমূলক সক্ষমতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। পাশাপাশি স্থানীয় নারী ও তরুণদের জীবিকার মানোন্নয়ন ও আয় বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কর্মশালায় ইউজিডিপি বাস্তবায়নের অভিজ্ঞতা থেকে উঠে আসে যে, আর্থিক প্রণোদনা সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে এবং জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইসাথে, সংস্কার কার্যক্রম টেকসই করতে প্রাতিষ্ঠানিকরণ, শক্তিশালী নেতৃত্ব, কার্যকর সমন্বয় এবং ধারাবাহিক সক্ষমতা উন্নয়ন অপরিহার্য বলে মত দেন বক্তারা। ডিজিটাল সুশাসন ব্যবস্থায় কার্যকর ফল পেতে সমন্বিত বা হাইব্রিড তদারকি ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় ব্যবস্থায় ইউজিডিপির উদ্ভাবনী উদ্যোগগুলো মূলধারায় অন্তর্ভুক্ত করতে জাইকার অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে পারফরমেন্সভিত্তিক অর্থায়নের প্রাতিষ্ঠানিক রূপ প্রদান, ডিজিটাল ব্যবস্থা সংযুক্তকরণ এবং টেকসই ও সহনশীল স্থানীয় উন্নয়ন নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক সংস্কার এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.