বিডিকম অনলাইন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর০ সকাল ১০ টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানিটি মোট দশ শতাংশ অর্থাৎ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ হারে নগদ এবং ৫ শতাংশ হারে স্টক ডিভিডেন্ট ঘোষণা ও অনুমোদন করেছে।
কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের পরিচালক কুররাততুল আইন সিদ্দিকী, মোঃ শফিকুল আলমসহ স্বতন্ত্র পরিচালক দাস দেব প্রসাদ ও এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুর রহমান (অবসরপ্রাপ্ত) এবং ব্যবস্থাপনা পরিচালক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম (অবসরপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় প্রধান আর্থিক কর্মকর্তা ফাকের আহমেদ এফসিএ এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনে সংযুক্ত ছিলেন।
সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব এবং এ সম্পর্কে পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন করা হয়। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ হারে নগদ এবং ৫ শতাংশ হারে স্টক ডিভিডেন্ট ঘোষণা ও অনুমোদন করা হয়, যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিবেচনাধীন রয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.