দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ হাজার ছাড়াল

যৌথ বাহিনীর নেতৃত্বে দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’ নামে বিশেষ অভিযানে আজ পর্যন্ত ৪ হাজার ২৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার থেকে শুরু হয় এ অভিযান।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২২ হাজার ৯৯০টি মোটরসাইকেল এবং ১৯ হাজার ৯০৪টি যানবাহন তল্লাশি করেছে। তল্লাশির সময় একটি শটগান, তিনটি ককটেল বোমা, চারটি দেশীয় অস্ত্র এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–ওয়ান)’ শুরু করে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.