আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড স্বর্ণপদক পেল শাহজালাল ইসলামী ব্যাংক

করপোরেট সুশাসনে উৎকর্ষ সাধন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড–২০২৪ এ ইসলামিক ব্যাংকিং ক্যাটাগরিতে স্বর্ণপদক (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।

বুধবার (১৭ ডিসেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড–২০২৪ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া, আইসিএসবি-এর সভাপতি হোসেন সাদাত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো. সাইফুদ্দিন, সিএফএ, জুরি বোর্ডের সদস্য কালওয়ানী শান্তসুকুমার, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.