অস্ট্রেলিয়ার বোন্ডি সমুদ্র সৈকতে গতকাল বন্দুক হামলা চালায় বন্দুকধারী। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ইহুদি সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে চালানো হামলায় এক বন্দুকধারীকে অসীম সাহসিকতার সঙ্গে আটকে দেন ফল বিক্রেতা আহমেদ আল-আহমেদ নামে এক ব্যক্তি।
যাকে অস্ট্রেলিয়ায় এখন হিরো হিসেবে অভিহিত করা হয়েছে।
গণমাধ্যম জানিয়েছে, ফল বিক্রেতা আহমেদ আল-আহমেদ সিডনিতে একটি ফলের দোকান চালান। অস্ট্রেলিয়ায় থাকলেও তার জন্মস্থান সিরিয়া। ২০০৬ সালে সিরিয়া থেকে অস্ট্রেলিয়ায় আসেন তিনি।
৪৩ বছর বয়সী আহমেদ সিরিয়ার ইদলিবের আল-নায়রব এলাকায় জন্মগ্রহণ করেন। তবে বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার নাগরিক।
২০০৬ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর পর নিজ দেশে আর কখনো ফিরে যাননি তিনি। তার বাবা-মা মাত্র কয়েক মাস আগে অস্ট্রেলিয়ায় আসেন। এরপর ১৯ বছরের মধ্যে প্রথমবারের মতো বাবা-মাকে সরাসরি দেখেন তিনি।
তার দুই মেয়ে রয়েছে। যার একজনের বয়স তিন, আরেকজনের ছয়।
আহমেদের বাবা-মা জানিয়েছেন, বন্দুকধারীরা তার কাঁধে চার থেকে পাঁচটি গুলি করেছে। যারমধ্যে কয়েকটি গুলি এখনো তার শরীরে রয়ে গেছে।
মুসলিম হয়েও ইহুদিদের রক্ষায় নিজের জীবন বাজি রেখে এখন সকলের প্রসংশায় ভাসছেন এই সিরীয় অস্ট্রেলিয়ান।
তার বাবা-মা বলেছেন, “আহমেদ যে কেউকে রক্ষায়, যে কোনো কিছু করত। তাদের পরিচয়, ধর্ম কী, সেগুলো সে দেখত না। ওই সময় যা করার দরকার ছিল, তাই করেছে। যারা পথে মারা যাচ্ছিল, তাদের পরিচয় কি সে ব্যাপারে সে কোনো কিছু চিন্তা করছিল না।”
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.