আস্থা ও টেকসই উন্নয়ন গঠনে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে আইসিএমএবি

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (ইডিজিই প্রকল্প), বাংলাদেশ সরকার-এর সহযোগিতায় আগামী বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ডেটা গভর্ন্যান্সের মাধ্যমে আস্থা ও টেকসই উন্নয়ন শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।

রবিবার (১৫ ডিসেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ডেটা সুরক্ষা, ডেটা গভর্ন্যান্স এবং ডিজিটাল রূপান্তরের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বর্তমান সময়ে ডেটাভিত্তিক নীতিনির্ধারণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সুশাসনের গুরুত্ব বিবেচনায় নিয়ে সম্মেলনটি নীতিনির্ধারক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী এবং পেশাদার হিসাববিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডিভিশন ডিরেক্টর, বাংলাদেশ ও ভুটান, বিশ্বব্যাংক জ্যঁ পেসমে। এছাড়া উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর প্রেসিডেন্ট জ্যঁ বুকো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শিশ হায়দার চৌধুরী, এনডিসি, এমসিআইপিএস।

দিনব্যাপী এই সম্মেলনে তিনটি কারিগরি অধিবেশনের মাধ্যমে ডেটা সুরক্ষা নীতিমালা বাস্তবায়ন, বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে ডেটা গভর্ন্যান্সের তুলনামূলক বিশ্লেষণ এবং ডেটা ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্সে পেশাদার হিসাববিদদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।

এই উদ্যোগের মাধ্যমে আইসিএমএবি বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠনে সুশাসন, পেশাগত উৎকর্ষতা এবং টেকসই নীতিনির্ধারণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.