বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর সময়সীমা পিছিয়ে ২০২৬ সালের ১ জানুয়ারি নির্ধারণ করেছে।
সোমবার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, অবিক্রীত বা স্থিতিশীল (স্টেবল) মোবাইল হ্যান্ডসেটের তথ্য জমা দেওয়ার সময়সীমাও বাড়িয়ে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
এর আগে চলতি বছরের ১৬ ডিসেম্বর এনইআইআর সিস্টেম চালু হওয়ার কথা থাকলেও পরে তা তিন মাসের জন্য স্থগিত করা হয়।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সিস্টেমটি আগামী বছরের শুরুতে কার্যকর হবে।
বিটিআরসি জানায়, এই সময় বাড়ানোর মূল উদ্দেশ্য হলো পূর্বে আমদানি করা অবিক্রীত হ্যান্ডসেটগুলোকে এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার পথ সহজ করা।
এর আগে ডিলারদের ২০২৫ সালের ১৫ ডিসেম্বরের মধ্যে পূর্বে আমদানি করা অবিক্রীত মোবাইল হ্যান্ডসেটের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বরসহ সংশ্লিষ্ট তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো অনেক ডিলার নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা দিতে পারেননি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.