সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি সাড়ে তিন ঘণ্টা পর প্রত্যাহার করেছে জাতীয় ছাত্র শক্তি।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার পরে এই কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
এ সময় ছাত্র শক্তির নেতৃবৃন্দ জানান, জুলাই আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাদের সবার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। তাই অন্তর্বর্তী সরকারের কাছে নিরাপত্তার দাবি জানান তারা।
শাহবাগ ব্লকেড কর্মসূচিতে চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি বলেন, ‘দেশের বাহিরের প্রেসক্রিপশনে দেশে কোনো হামলা আর মেনে নেওয়া হবে না। হাদি ভাইয়ের ওপর ভারতের প্রেসক্রিপশনে হামলা হয়েছে। দেশের যারা যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের শেষ দেখা হবে। যদি দাবি না মানা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এর আগে দুপুর ১২টার পর ব্লকেড কর্মসূচি শুরু করেন তারা। এতে আশপাশের যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। দাবি না মানলে আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে ব্লকেড শেষ করেন জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.