বড় জয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ

যুব এশিয়া কাপ

যুব এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৭ উইকেটে হারিয়ে সেমি ফাইনালের পথ সুগম করেছে বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশের বোলারদের তোপে ১৩০ রানে অল আউট হয়ে যায় নেপাল। জবাবে খেলতে নেমে ২৫ ওভার ১ বল বেশি হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।

যুবাদের জয়ে বড় অবদান রেখেছেন ওপেনার জাওয়াদ আবরার। তিনি ৬৮ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। যদিও আরেক ওপেনার রিফাত বেগ এদিন ৭ বলে মাত্র ৫ রান করে আউট হন। ওয়ান ডাউনে নেমে ব্যর্থ হয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিমও। তিনি রান আউট হয়ে ফিরেছেন মাত্র ১ রান করে। অবশ্য কালাম সিদ্দিকী ৬৬ বলে ৩৪ রান করে জাওয়াদকে দারুণ সঙ্গ দিয়েছেন। তৃতীয় উইকেটে এই দুজনের ১১৫ বলে ৯২ রানের জুটিই বাংলাদেশের বড় জয়ের ভিত গড়ে দিয়েছে। শেষদিকে রিজান হোসেনকে নিয়ে ম্যাচ শেষ করে এসেছেন জাওয়াদ।

নেপালের হয়ে একটি করে উইকেট নিয়েছেন অভিষেক তিওয়ারি ও যুবরাজ খাত্রি। এ দিন টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। বল করতে নেমে শুরুতে খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ। নেপাল বিনা উইকেটে ৪০ রান তুলে নিয়েছিল। সেখান থেকেই একের পর এক উইকেট হারিয়ে ৮১ রানে ৬ উইকেট হারায় তারা।

সেখান থেকে আর বেশিদূর এগোতে পারেনি নেপাল। দলটির হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অভিষেক। পাশাপাশি ২৩ রান করেন উইকেটরক্ষক ব্যাটার অশোক ধামি। আর কেউই বিশ রানের কোটা পাড় করতে পারেননি। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মোহাম্মদ সবুজ। তিনি একাই ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন শাহরিয়ার আহমেদ ও আজুজুল হাকিম। একটি উইকেট পেয়েছেন শাহরিয়ার আল আমিন। এর আগে যুব এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে শুভসূচনা পেয়েছিল বাংলাদেশ দল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.