স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করছে জাতীয় ছাত্রশক্তি।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতার প্রতিবাদে রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছেন তারা।
এ সময় তারা অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট, হাদীর উপর গুলি কেন, প্রশাসন জবাব চাই, এক, দুই,তিন, চার জাহাঙ্গীর তুই গদি ছাড় ইত্যাদি স্লোগান দেন।
এ সময় আবু বাকের মজুমদার বলেন, আমরা আজকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি পালন করব। আমাদের আন্দোলন জনদুর্ভোগ তৈরি করার জন্য নয়। আমাদের কর্মসূচি জনমত ও ন্যায়ের কর্মসূচি। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিবে যাতে জন দুর্ভোগ কম হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.