সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে হেফাজতে নেওয়া হয় বলে ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কিছু বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে বিস্তারিত জানানো হবে।’
সূত্র জানায়, রোববার সন্ধ্যায় ধানমন্ডির একটি জিমনেসিয়াম থেকে আনিস আলমগীরকে তুলে নেওয়া হয়।
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মিন্টো রোডের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়।
সাংবাদিক আনিস আলমগীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সম্প্রতি টেলিভিশন টকশোতে তার মন্তব্য বেশ আলোচনা তৈরি করে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.