অস্ট্রেলিয়ার শহর সিডনিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গাগুলির মধ্যে একটি ধরা হয়। এমন এক শহরের কাছেই সন্ত্রাসী হামলা হয়েছে আজ। সিডনির কাছে বন্ডি বিচে এলোপাথাড়ি গুলি করেছে সন্ত্রাসীরা। এর ফলে ১১ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই হামলার সময় একই জায়গায় ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
সেই দুঃসহ অভিজ্ঞতার কথা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
তিনি এক্সে লিখেছেন, ‘বন্ডির একটি রেস্তোরাঁয় লুকিয়ে থাকাটা খুব ভয়ের ছিল। এখন নিরাপদে আছি। জরুরি পরিষেবা কর্মীদের এবং সেই মানুষটিকে অনেক ধন্যবাদ, যারা সন্ত্রাসীর মুখোমুখি হয়েছিলেন। যারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য আমার সমবেদনা রইল।’
সিডনির ভিড়ে ঠাসা বন্ডি বিচে রবিবার সন্ধ্যায় হঠাৎই চলে এলোপাথাড়ি গুলি। মুহূর্তে আতঙ্কে রূপ নেয় এই অবকাশ কেন্দ্র। গ্রীষ্মের সপ্তাহের শেষে অনেকেই ছুটি কাটাতে সেখানে হাজির হয়েছিলেন। স্থানীয়দের জন্য উৎসবের উপলক্ষ্য ছিল সেই বিচ। তবে মুহূর্তেই আর্তনাদে রূপ নিয়েছে সেই মুহূর্ত। যদিও এই ঘটনার পেছনের আসল কারণ এখনও জানা যায়নি। বন্ডি বিচে গুলিবর্ষণের পর অস্ট্রেলিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিডনির অনেক কিংবদন্তি খেলোয়াড় এই হামলার নিন্দা করেছেন। অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাওয়াজাও উদ্বেগ প্রকাশ করেছেন।
এই ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে তিনি লিখেছেন, ‘বন্ডিতে যা ঘটেছে, তা সত্যিই ভয়াবহ। প্রাণ গিয়েছে, পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় আমি বাকরুদ্ধ। হৃদয় ভেঙে গিয়েছে। যারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সঙ্গে আমার প্রার্থনা রইল।’



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.