গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে অন্তত ৫ জন মারা গেছেন। একই সময়ে ৩৮৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ডিএসসিসি ও বরিশাল বিভাগে দুজন করে এবং ডিএনসিসি এলাকায় একজন মারা গেছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪০৯ জন মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৭৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.