ইবিএল এল. জেড. গ্রুপের সঙ্গে পে-রোল ব্যাংকিং চুক্তি

বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে শীর্ষস্থানীয় ও দ্রুত সম্প্রসারণশীল শিল্পগোষ্ঠী এলজেড গ্রুপের সঙ্গে একটি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এলজেড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল হক এবং ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে চুক্তি সম্পাদন করেন।

রবিবার (১৪ ডিসেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ইবিএলের হেড অব রিলেশনশিপ ইউনিট কর্পোরেট ব্যাংকিং মো: ওবায়দুল ইসলাম, হেড অব লাইয়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, হেড অব পে-রোল ব্যাংকিং ত্রিশা তাকলিম; এলজেড গ্রুপের নির্বাহী পরিচালক মো. রফিকুজ্জামান ও গ্রুপ মহাব্যবস্থাপক আনোয়ার শাহাদাতসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় এলজেড গ্রুপের কর্মীদের পরিবর্তনশীল চাহিদা পূরণে ইবিএল কাস্টমাইজড পে-রোল ব্যাংকিং সেবা প্রদান করবে, যার মধ্যে রয়েছে স্যালারি অ্যাকাউন্ট, ইবিএল কানেক্টের মাধ্যমে নির্বিঘœ ডিজিটাল স্যালারি ডিসবার্সমেন্ট এবং বিশেষ রিটেইল ব্যাংকিং সুবিধা। পাশাপাশি এলজেড গ্রুপের উপযুক্ত কর্মকর্তারা ইবিএল উইমেন পে-রোল ও ইবিএল ইসলামিক পে-রোলের আওতায় বিশেষায়িত সেবাও গ্রহণ করতে পারবেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.