আদিবাসী জনগোষ্ঠীর ক্ষমতায়নে এমটিবি’র ঋণ বিতরণ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি সম্প্রতি টাঙ্গাইলের মধুপুরে বসবাসরত ৫৫ জন আদিবাসী কৃষকের মধ্যে ঋণ বিতরণ করেছে। আদিবাসী জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি জোরদার, টেকসই কৃষি উন্নয়ন এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ‘১০/৫০/১০০ টাকা হিসাবধারী’ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষকদের ৭ শতাংশ সুদহারে এ ঋণ প্রদান করা হয়, যা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মোঃ ইকবাল মোহাসিন। তিনি ৫৫ জন গারো কৃষকের হাতে ঋণের চেক তুলে দেন এবং আদিবাসী অঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে এমটিবি’র উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমটিবি’র এএমডি ও জিসিআরও চৌধুরী আখতার আসিফ টেকসই কৃষি ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ইকোসিস্টেম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি। সভাপতির বক্তব্যে তিনি আগামী দিনে এ অঞ্চলে এমটিবি’র মাধ্যমে একটি শক্তিশালী ক্লাস্টার উন্নয়নের ঘোষণাও দেন, যাতে দৃশ্যমান ও দীর্ঘমেয়াদি প্রভাব সৃষ্টি করা যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবি’র ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন আবদুল মাননান, এসএমই ও এগ্রি ব্যাংকিং ডিভিশনের প্রধান সঞ্জীব কুমার দে, এসএমই সিআরএম-এর প্রধান ইফতেখার আজিজ, ইউনিট হেড এসএমই সিআরএম মোঃ সাইফুল ইসলাম, টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক মোঃ ইফতেখার নাহিনসহ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ ও কৃষকরা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.