মিশরের ভিসা আবেদনে ট্রাভেল এজেন্সির জন্য নতুন নিয়ম

ঢাকার মিসর দূতাবাস ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অনুমোদিত সব ট্রাভেল এজেন্সির জন্য নতুন ই-মেইল অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করেছে। নতুন নিয়মে প্রতি অ্যাপয়েন্টমেন্টে সর্বোচ্চ পাঁচটি পাসপোর্ট জমা দেওয়া যাবে।

রবিবার (১৪ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকার মিশর দূতাবাস।

বার্তায় উল্লেখ করা হয়েছে, ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অনুমোদিত সব ট্রাভেল এজেন্সির জন্য নতুন ই-মেইল অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। ট্রাভেল এজেন্সিকে তাদের এজেন্সির নাম, আবেদনের সংখ্যা ও পছন্দের দিন (রবিবার, মঙ্গলবার বা বৃহস্পতিবার) উল্লেখ করে visa.consular.egyembdha@gmail.com ঠিকানায় ই-মেইল করতে হবে।

প্রতি অ্যাপয়েন্টমেন্টে সর্বোচ্চ পাঁচটি পাসপোর্ট জমা দেওয়া যাবে এবং শুধুমাত্র নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট থাকা এজেন্সিগুলো দূতাবাসে প্রবেশ করতে পারবে। এজন্য প্রতিনিধিকে অবশ্যই অফিসিয়াল আইডি সঙ্গে আনতে হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.