দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর) শেয়ারদরের পতনে শীর্ষে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারদর আগের সপ্তাহে ছিল ২১৪ টাকা ১০ পয়সা, যা বিদায়ী সপ্তাহে কমে দাঁড়িয়েছে ১৯২ টাকা ১০ পয়সায়। এ হিসাবে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২২ টাকা বা ১০ দশমিক ২৮ শতাংশ।
দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফাস্ট ফাইন্যান্স। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ১০ শতাংশ। আর তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮ দশমিক ৫৩ শতাংশ।
সপ্তাহজুড়ে দরপতনের তালিকায় অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে প্রাইম ফাইন্যান্স ৭ দশমিক ৬৯ শতাংশ, নিউ লাইন ৬ দশমিক ৮২ শতাংশ, আইবিবিএল বন্ড ৫ দশমিক ১৫ শতাংশ, গ্রামীণফোন ৪ দশমিক ৮৪ শতাংশ, প্রিমিয়ার ব্যাংক ৪ দশমিক ৪৭ শতাংশ, এআইবিএলপি বন্ড ৪ দশমিক ৪৩ শতাংশ এবং ডিবিএলপি বন্ড ৩ দশমিক ৭৩ শতাংশ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.