দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর) শেয়ারদামের উত্থানে শীর্ষে উঠে এসেছে জিলবাংলা সুগার মিলস।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে জিলবাংলা সুগার মিলসের শেয়ারদর আগের সপ্তাহে ছিল ১৩২ টাকা ১০ পয়সা, যা বিদায়ী সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬০ পয়সায়। এ হিসাবে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৯ টাকা ৫০ পয়সা বা ২৯ দশমিক ৯০ শতাংশ।
দামের উত্থানে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৯ দশমিক ১৭ শতাংশ। আর তৃতীয় স্থানে রয়েছে হোটেল সোনারগাঁও টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৫ দশমিক ৭৮ শতাংশ।
সপ্তাহজুড়ে দরবৃদ্ধির তালিকায় অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে নর্দান ইনস্যুরেন্স ২২ দশমিক ৮৪ শতাংশ, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স ২২ দশমিক ৮৪ শতাংশ, এইচআর টেক্সটাইল ২১ দশমিক ৮৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্স ২০ দশমিক ৮৩ শতাংশ, ইনটেক ২০ দশমিক ৭৩ শতাংশ, উসমানিয়া গ্লাস শিট ১৯ দশমিক ৮৭ শতাংশ এবং তাল্লু স্পিনিং ১৮ দশমিক ৫৯ শতাংশ।
অর্থসূচক/ এএকে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.