প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ কাল

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অবসর গ্রহণের আগে উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন।

আগামীকাল রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় অভিভাষণ দেবেন তিনি। আগামী ২৭ ডিসেম্বর অবসর গ্রহণ করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের জেলা আদালতগুলোতে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধিবেশনের আয়োজন করা হয়েছে। অধিবেশনে প্রধান বিচারপতি দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে ‘বিদায়ী অভিভাষণ’ দেবেন।

চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন ড. সৈয়দ রেফাত আহমেদ। ২০২৪ সালের ১১ অগাস্ট তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.