ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) খেলাপি ঋণ এ বছরের সেপ্টেম্বর নাগাদ ১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। দীর্ঘদিনের ঋণ কেলেঙ্কারি, অনিয়ম ও এস আলম গ্রুপের জালিয়াতি একসময়কার সবচেয়ে লাভজনক এই ব্যাংককে গভীর সংকটে ঠেলে দিয়েছে।
সেপ্টেম্বর শেষে ব্যাংকের মোট ঋণ ছিল ১ লাখ ৮১ হাজার ৮৬০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর মধ্যে ১ লাখ ৬ হাজার কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে। অর্থাৎ ব্যাংকের মোট ঋণের অর্ধেকেরও বেশি এখন অনাদায়ী, যা নন-পারফর্মিং লোন (এনপিএল) হিসেবেই ধরা হচ্ছে।
মাত্র এক বছরে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে ৮৮ হাজার ২৪৮ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ছিল ১৭ হাজার ৭৫২ কোটি টাকা (মোট ঋণের ১১ শতাংশ)।
ব্যাংকটি এখন ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকার প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) ঘাটতিতে আছে। লোকসান সামাল দিতে ব্যাংকগুলো যে নিরাপত্তা সঞ্চয় রাখে, সেখানে এমন বিশাল ঘাটতি ব্যাংকের ক্ষতির ব্যাপকতা দেখায়।
প্রায় সাত বছর ধরে ইসলামী ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছিল এস আলম গ্রুপ। ২০১৭ সালে গোষ্ঠীটি ব্যাংকের মালিকানা ও সিদ্ধান্তে প্রভাব বিস্তার শুরু করার পর থেকেই ব্যাংকটি আর্থিকভাবে দুর্বল হতে থাকে।
২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এস আলম গ্রুপ নিজস্ব প্রতিষ্ঠান ও ছায়া কোম্পানির মাধ্যমে প্রায় ৭০ হাজার কোটি টাকা ঋণ নেয়। এর মধ্যে প্রায় ৬৬ হাজার ৫০৭ কোটি টাকা সেপ্টেম্বর শেষে খেলাপিতে পরিণত হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.