বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ডাক্তারদের চিকিৎসা নিচ্ছেন এবং রেসপন্স করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, আইসিইউতে তিনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় চিকিৎসকরা চেষ্টা করছেন। তিনি সংকটময় অবস্থা যেন অতিক্রম করতে পারেন সেই জন্য সবাই দোয়া যাতে অব্যহত রাখেন।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়াকে বিদেশে নেওয়া প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, গত শুক্রবার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি ও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সেসময় ফ্লাই করার উপযুক্ত না থাকায় আমরা তাকে দেশের বাইরে স্থানান্তর করতে পারিনি।
তিনি বলেন, আমরা মেডিকেল বোর্ডের সদস্যরা চেষ্টা করছি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো সেবা যাতে উনি পেতে পারেন সে জন্য এখানে রেখেও দেশি-বিদেশি চিকিৎসকের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিদেশে নেওয়ার বিষয়টি এখনই তিনি কিছু জানাননি।
এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, উনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। সর্বোচ্চ পর্যায়ে একজন মানুষের জন্য যে চিকিৎসা প্রয়োজন তিনি সেই সেই চিকিৎসার মধ্যেই আছেন। তিনি চিকিৎসাধীন আছেন এটা নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
এই চিকিৎসক আরও বলেন, আমরা আশ্বস্ত করতে চাই খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি আগের মতোই সেটি গ্রহণ করতে পারছেন এবং তিনি সত্যিকার অর্থে রেসপন্স করছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.