মুক্ত বাণিজ্য চুক্তি কোনো জাদুর কাঠি নয়: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কোনো জাদুর কাঠি বা মহৌষধ নয়। এফটিএয়ের মাধ্যমে সব সমস্যার সমাধান হবে বলে ধারণা করা ভুল।

বুধবার (১০ ডিসেম্বর) শেখ বশিরউদ্দীন প্রথম আলোর আয়োজনে ‘রপ্তানি বৈচিত্র্যকরণ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা উদাহরণ দিয়ে বলেন, “চীনের সঙ্গে আমাদের বাণিজ্য আমদানিনির্ভর। এই লেনদেন থেকে ২০–২২ হাজার কোটি টাকার অভ্যন্তরীণ রাজস্ব তৈরি হয়। চীনের বাজারে ৯৯ শতাংশ শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পাই। এফটিএ করলে আমরা হারব, আমরা জিততে পারব না।”

তিনি আরও বলেন, “বাণিজ্য মন্ত্রণালয় যখন কোথাও মুক্ত বাণিজ্য চুক্তি করতে যায়, তখন শুধু চুক্তি নয়, ভাবতে হয় আমাদের কী পণ্য বিদেশে যাবে এবং কী ছাড় দেওয়া হবে। এটি জটিল হিসাবের বিষয়।”

গোলটেবিলে বাণিজ্য উপদেষ্টা দেশের খেলাপি ঋণ পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “গত ১৬ বছরের দুর্বৃত্তায়নে অর্থনীতিতে সাড়ে ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ হয়েছে, যা বহু যুদ্ধবিধ্বস্ত দেশেও নেই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় ১২ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল, যার ছয় বিলিয়ন ডলার ছিল অপরিশোধিত। এখন তিন-চার মাসের রিজার্ভ আছে।”

তিনি বলেন, “সহজ ব্যবসা ও ব্যবসার পরিচালন ব্যয়—এই দুটি বিষয়ে জোর দেওয়া হয়েছে। ব্যবসা ভালো করার জন্য এ ক্ষেত্রে নানা সমস্যা রয়েছে, যা চিহ্নিত করতে হবে।”

গোলটেবিলে বক্তব্য দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী সদস্য নাহিয়ান রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, বার্জার পেইন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, রেনাটার এমডি সৈয়দ এস কায়সার কবির, এইচএসবিসি বাংলাদেশের সিইও মাহবুব উর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) সায়েমা হক বিদিশা, এলএফএমইএবি-এর সহসভাপতি মো. নাসির খান, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি মো. শাহজাহান চৌধুরী এবং বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সভাপতি সামিম আহমেদ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.