কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

অনুমোদনহীন মোবাইল হ্যান্ডসেট বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কারওয়ান বাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা।

বুধবার রাতে তারা একসঙ্গে রাস্তায় নেমে এসে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে ব্যবসায়ীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। একইসঙ্গে তারা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের পদত্যাগ চেয়েও স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাছ আলী।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.