ঢাকায় যমুনা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নগদ ও যমুনা ব্যাংকের মধ্যে নতুন সেবার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।
চুক্তি অনুযায়ী, যমুনা ব্যাংকের গ্রাহকরা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের লোন ও ডিপিএস কিস্তি সহজেই প্রদান করতে পারবেন। একই সঙ্গে তারা যমুনা ব্যাংকের যে কোনো একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে সক্ষম হবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যমুনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহ্মদ এবং নগদের প্রশাসক মোঃ মোতাছিম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নগদের প্রশাসক মোঃ মোতাছিম বিল্লাহ জানান, নগদ এই নতুন সেবার মাধ্যমে গ্রাহকদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.