কৃষকদের কৃষিঋণ প্রদানে ইবিএল ও এগ্রিভেঞ্চারের সহযোগিতা চুক্তি

কৃষকদের কৃষিঋণ প্রদানের লক্ষ্যে ইবিএল উপ- ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আনোয়ার এবং এগ্রিভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক রাবিব রিদওয়ান সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে একটি ব্যবসায়িক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।

বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য নিশ্চিত করেছেন।

হেড অব অ্যাসেট সালেকীন ইব্রাহিম, হেড অব অ্যাসেট, ইবিএল; ম্যানেজার অভিজিত ঘোষ, ম্যানেজার পিপল অ্যান্ড গ্রোথ স্ট্র‍্যাটেজি; ফাইন্যান্স লিড নাফিজা কানিজ এরেন, ফাইন্যান্স লিড; এবং সিনিয়র ব্র‍্যান্ড অ্যান্ড কমিউনিকেশন এক্সিকিউটিভ তারিকুল ইসলাম বায়েজিদ, সিনিয়র ব্র‍্যান্ড অ্যান্ড কমিউনিকেশন এক্সিকিউটিভ, এগ্রিভেঞ্চারসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.