আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি, নেই সাকিব

আইপিএলের আসন্ন মিনি নিলামে অংশ নিতে এবার এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে ৪৫ জনের ভিত্তিমূল্য সর্বোচ্চ দুই কোটি রুপি, যেখানে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানও আছেন। নিলামে নাম নেই সাকিব আল হাসানের।

আইপিএলের এই মিনি নিলামে অংশ নিচ্ছেন মোট ৩৫০ ক্রিকেটার। আবুধাবিতে অনুষ্ঠিতব্য এই নিলামের জন্য ৪০ জন খেলোয়াড় নিজেদের সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে রেখেছেন। এ তালিকায় আছেন মাত্র দুই ভারতীয়। তারা হলেন ভেঙ্কটেশ আইয়ার এবং রবি বিষ্ণই।

অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে এবার সবচেয়ে দামী ক্রিকেটার হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি। প্রাথমিক তালিকায় না থাকা কুইন্টন ডি কক, দুনিথ ওয়েলালাগে এবং জর্জ লিন্ডে’কে চূড়ান্ত তালিকায় যুক্ত করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে মোট ৩৫ জন নতুন খেলোয়াড় সংযোজন করা হয়েছে।

৩৫০ জন শর্টলিস্টেড ক্রিকেটারের মধ্যে ২৪০ জন ভারতীয় এবং বাকি ১১০ জন বিদেশি। বিস্তৃত এই তালিকা নিলামের প্রতিযোগিতাকে আরও ঘনীভূত করবে বলে ধারণা করা হচ্ছে।

নিলাম শুরু হবে বিশেষজ্ঞতার ভিত্তিতে ক্যাপড ক্রিকেটারদের দিয়ে- ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার–ব্যাটার, পেসার ও স্পিনারদের আলাদা রাউন্ডে ডাকা হবে। এরপর আসবে আনক্যাপড ক্রিকেটারদের পালা। ৭০ নম্বর খেলোয়াড়ের পর দ্রুতগতির রাউন্ড শুরু হবে।

এবার মোট ৭৭টি শূন্যস্থান পূরণ করা হবে, যার মধ্যে ৩১টি বিদেশি খেলোয়াড়দের জন্য। সবচেয়ে বড় পার্স রয়েছে কলকাতা নাইট রাইডার্সের, ৬৪.৩০ কোটি রুপি। তাদের দলে ১৩টি জায়গা খালি রয়েছে, যার মধ্যে ছয়টি বিদেশিদের জন্য।

নিলামে থাকা বাংলাদেশের মোট ৭ ক্রিকেটার হলেন-

মুস্তাফিজুর রহমান- বেজ প্রাইজ ২ কোটি রূপি

রিশাদ হোসেন – বেজ প্রাইজ ৭৫ লাখ রূপি

তাসকিন আহমেদ- বেজ প্রাইজ ৭৫ লাখ রূপি

তানজিম হাসান সাকিব- বেজ প্রাইজ ৭৫ লাখ রূপি

নাহিদ রানা- বেজ প্রাইজ ৭৫ লাখ রূপি

শরিফুল ইসলাম- বেজ প্রাইজ ৭৫ লাখ রূপি

রাকিবুল হাসান- বেজ প্রাইজ ৩০ লাখ রূপি

২ কোটি রুপি ভিত্তিমূল্য– ডেভন কনওয়ে, জেক ফ্রেজার–ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, ডেভিড মিলার, গাস অ্যাটকিনসন, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ভেঙ্কাটেশ আইয়ার, লিয়াম লিভিংস্টোন, বেন ডাকেট, জেমি স্মিথ, জেরাল্ড কোয়েটজি, জ্যাকব ডাফি, অ্যানরিখ নরকিয়া, মাথিশা পাথিরানা, রবি বিষ্ণোই, আকিল হোসেন, মুজিব রহমান, মাহিশ থিকশানা, স্টিভ স্মিথ, শন অ্যাবট, মাইকেল ব্রেসওয়েল, জেসন হোল্ডার, ড্যারিল মিচেল, টম ব্যানটন, শাই হোপ, জশ ইংলিশ, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, লুঙ্গি এনগিডি, উইলিয়াম ও’রুর্কি, মুস্তাফিজুর রহমান, কুপার কনোলি, টম কারান, ড্যানিয়েল লরেন্স, আলজারি জোসেফ, নবীন উল হক ও লিয়াম ডসন।

১.৫ কোটি রুপি ভিত্তিমূল্য– রহমানউল্লাহ গুরবাজ, স্পেন্সার জনসন, ম্যাট হেনরি, ম্যাথু শর্ট, সাকিব মাহমুদ, রাইলে মেরেডিথ, জাই রিচার্ডসন ও টিম সেইফার্ট।

১.২৫ কোটি রুপি ভিত্তিমূল্য– বেউ ওয়েবস্টার, রস্টন চেজ, কাইল মেয়ার্স ও অলি স্টোন।

১ কোটি রুপি ভিত্তিমূল্য– উইয়ান মুল্ডার, ফিন অ্যালেন, জনি বেয়ারস্টো, কুইন্টন ডি কক, আকাশ দীপ, ফজলহক ফারুকি, রাহুল চাহার, তাবরেজ শামসি, রিজা হেনড্রিকস, ড্যানিয়েল স্যামস, বেন ডওয়ারশুইস, কুশল পেরেরা, উমেশ যাদব, মোহাম্মদ ওয়াকার সালামখেইল, জর্জ লিন্ডে, গুলবাদিন নাইব, উইলিয়াম সাদারল্যান্ড, জশুয়া টাং, ডোয়াইন প্রিটোরিয়াস, চারিথ আসালাঙ্কা।

৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য– সারফরাজ খান, পৃথ্বী শ, দীপক হুডা, কে.এস. ভরত, শিবম মাভি, মায়াঙ্ক আগারওয়াল, সেদিকুল্লাহ আতাল, আকিম অগাস্ট, পাথুম নিশাঙ্কা, টিম রবিনসন, রাহুল ত্রিপাঠী, জর্ডান কক্স, বেঞ্জামিন ম্যাকডারমট, কুশল মেন্ডিস, চেতন সাকারিয়া, কুলদীপ সেন, কায়েস আহমদ, রিশাদ হোসেন, ভিয়াসকান্থ বিজয়াকান্ত, রেহান আহমেদ, তাসকিন আহমেদ, রিচার্ড গ্লেসন, শামার জোসেফ, নবদীপ সাইনি, লুক উড, মুহাম্মদ আব্বাস, জর্জ গার্টন, নাথান স্মিথ, দুনিথ ওয়েলালাগে, তানজিম হাসান সাকিব, ম্যাথিউ পটস, নাহিদ রানা, সন্দীপ ওয়ারিয়র, ওয়েসলি আগার, বিনুরা ফার্নান্দো, শরিফুল ইসলাম, জশুয়া লিটল, ওবেদ ম্যাকয়, বিলি স্ট্যানলেক, জ্যাক ফোল্কস, দাসুন শানাকা, বেভন-জন জ্যাকবস।

৫০ লাখ রুপি ভিত্তিমূল্য– মহিপাল লমরর, তুষার দেশপান্ডে, ইয়শ দয়াল, জো ক্লার্ক ও জ্যাক এডওয়ার্ডস।

৪০ লাখ রুপি ভিত্তিমূল্য– রাজবর্ধন হাঙ্গারগেকার, কে.এম আসিফ, শুভম আগরওয়াল, জলজ সাক্সেনা, টম মুরস, আরাব গুল ও নিখিল চৌধুরী।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.