সমস্যাগ্রস্ত ৫টি শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংককে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড’ নামে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ যুক্তিতর্ক শেষে রিট আবেদনটি খারিজের আদেশ দেন।
রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার সাইয়েদ মহসিব হোসাইন, রাষ্ট্রপক্ষে অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ শুনানিতে রিটের বিরোধিতা করেন। আইনজীবী সাইয়েদ মহসিব হোসাইন গণমাধ্যমকে বলেন, ব্যাংক একীভূত হলে শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষার কোনো বিধান ২০২৫ সালের ব্যাংক রেগুলেশন অর্ডিন্যান্সে নেই। এই ভিত্তিতে হাইকোর্ট রিটটি খারিজ করেছেন। তিনি বলেন, ‘হাইকোর্টের আদেশের ফলে সরকারের সিদ্ধান্ত কার্যকরই থাকবে।’ তিনি আরও বলেন, ‘হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার বিষয়ে আমার মক্কেল এখনো কোনো নির্দেশনা দেননি।’
গত ১৮ নভেম্বর শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারী শহিদুল ইসলাম এই রিট আবেদনটি করেন। এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের বিদ্যমান শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষার নির্দেশ কেন দেওয়া হবে না—এ মর্মে রুল চাওয়া হয়। রিটকারীর দাবি ছিল, প্রস্তাবিত নতুন ব্যাংকে বিদ্যমান সাধারণ শেয়ারহোল্ডারদের কোনো সুরক্ষা নিশ্চিত না করেই এবং তাদের কোনো শেয়ার না দিয়েই একীভূতকরণের অনুমোদন দেওয়া হয়েছে।
গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করার অনুমোদন দেয়। পরিকল্পনা অনুযায়ী, এসব ব্যাংকের সম্পদ ও দায় সম্মিলিত ইসলামী ব্যাংকে দেওয়া হবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.