চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা ১৩ হাজার ৯১৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসাস) এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, ডিসেম্বরের প্রথম সাত দিনে রেমিট্যান্স প্রবাহ ৪২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৭৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৬১৬ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা ১৩ হাজার ৯১৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১১ হাজার ৭৫৪ মিলিয়ন ডলার।
রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি বৈদেশিক আয়ের ইতিবাচক প্রবণতাকে আরও সুদৃঢ় করেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.