ভারতে ৬০০ ফুট গভীর খাদে গাড়ি পড়ে সকল যাত্রী নিহত

ভারতের মহারাষ্ট্রের নাসিকে একটি ৬০০ ফুট গভীর খাদে যাত্রীবাহী গাড়ি পড়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। রবিবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে কালওয়ান তালুকের সপ্তশ্রিং গড়ের পাহাড়ি এলাকায় ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, দুর্ঘটনাস্থলেই সকল যাত্রীর মৃত্যু হয়। নিহতরা নিফাদ তালুকের পিম্পলগাঁও বসবন্ত এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারসহ স্থানীয় পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। উদ্ধার অভিযান এখনো চলছে।

এ ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বিবৃতিতে তিনি বলেন, মহারাষ্ট্রের নাসিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দুর্ঘটনাটি ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি নিহতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি জানান, সরকারের পক্ষ থেকে পূর্ণ প্রশাসনিক সহায়তা নিয়ে উদ্ধারকাজ চলছে এবং নিহত পরিবারের পাশে সরকার সবসময় আছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.