সয়াবিনের দাম বাড়লো ৬ টাকা

আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলোর সঙ্গে ভোজ্যতেলের দামের বিষয়ে বৈঠক করে সয়াবিন তেলের দাম নির্ধারণ করেছে সরকার। যা আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

রবিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলোর সঙ্গে ভোজ্যতেলের দামের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের বৈঠক হয়। ওই বৈঠক শেষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি অবহিত করা হয়।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক লিটার তেলের দাম ৬ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেল প্রতিলিটার ১৯৫ টাকা, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের ক্যান ৯৫৫ টাকা, এক লিটার খোলা সয়াবিন তেল ১৭৬ টাকা এবং এক লিটার খোলা পাম অয়েলের দাম ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে, নতুন দাম ৮ ডিসেম্বর সোমবার থেকে কার্যকর হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.