বাংলাদেশে চামড়া ও জুতা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে ‘লেদার ইন্ডাস্ট্রি চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৫’। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন ও ফুটওয়্যার এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে দেশীয় চামড়া ও জুতা শিল্পের দুই অগ্রদূত ও তিন প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। এ শিল্পে অবদানের জন্য অ্যাপেক্স গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীকে সম্মাননা দেওয়া হয়।
রবিবার (৭ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সম্প্রতি (৫ ডিসেম্বর, শুক্রবার) অনুষ্ঠিত বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, সচিব মো. সানওয়ার জাহান ভূঁইয়া, সংশ্লিষ্ট শিল্পখাতের শীর্ষ নেতৃবৃন্দ, নীতিনির্ধারক, তরুণ পেশাজীবীসহ চীন, ভারত ও পাকিস্তানের চামড়া শিল্পের প্রতিনিধিরা।
বাংলাদেশের চামড়া ও জুতাশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মোট ৫টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর আওতায় বাংলাদেশের চামড়া শিল্পের অগ্রদূত এবং অ্যাপেক্স গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীকে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় লেগেসি অব এক্সেলেন্স অ্যাওয়ার্ড। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক একেএম মুশফিকুর রহমানকে দেওয়া হয় ‘এমার্জিং চেঞ্জমেকার’ অ্যাওয়ার্ড।’
প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রসেস এফিশিয়েন্সি ক্যাটাগরিতে ‘এমএএফ সুজ’, সাসটেইনেবল প্র্যাকটিস ক্যাটাগরিতে ‘এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এবং সাপোর্ট সার্ভিস ক্যাটাগরিতে ‘স্টেপ সু’ জিতে নিয়েছে পুরস্কার।
অনুষ্ঠানে ‘লোকালাইজেশন ৩৬০: ম্যাটেরিয়ালস, টেক, ফিউচার’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে চামড়া শিল্পের ভবিষ্যৎ গতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এটি সঞ্চালনা করেন হেড অব প্রোজেক্ট ফিরোজ আলম।
প্যানেলিস্ট হিসেবে ছিলেন সদস্য সৈয়দ মুশফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, ইন্টারন্যাশনাল বিজনেস প্রধান মো. নাসরুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম শাহনেওয়াজ এবং বিনিয়োগ বিশেষজ্ঞ ও সাবেক মহাপরিচালক মো. আরিফুল হক।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.