আইটি কনসালট্যান্টস পিএলসির (আইটিসি)র শেয়ারহোল্ডাররা ২০২৪-২৫ বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। অনুমোদনটি এসেছে কোম্পানির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) থেকে হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টা ৩০ মিনিটে হাইব্রিড সিস্টেমে—অনলাইন ও শারীরিক উপস্থিতির সমন্বয়ে—এসকেএস কনভেনশন হল, এসকেএস টাওয়ার (লেভেল-৯), ৭ ভিআইপি রোড, মহাখালী, ঢাকা-১২০৬–এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান লিম কিয়া মেং, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী সাইফুদ্দিন মুনির, স্বতন্ত্র পরিচালক মোঃ কামাল উদ্দিন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক দাসগুপ্ত অসীম কুমার, স্বতন্ত্র পরিচালক সুরিয়া বেগম, অন্যান্য ওভারসিজ পরিচালকগণ, সিএফও শ্যামল কান্তি কর্মকার এবং কোম্পানি সচিব অনিন্দ্য সরকার এফসিএস।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.