ডিসেম্বরের ৮ থেকে ১৫ তারিখের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ১০তম কমিশন সভা শেষে তিনি এসব কথা বলেন।
সানাউল্লাহ বলেন, আজ আমাদের দশম সভা এই বছরের অনুষ্ঠিত হয়েছে, আমাদের সভার অন্যতম আলোচ্য বিষয় ছিল আইন এবং রীতির আলোকে তফসিল পূর্ব এবং তফসিল উত্তর কার্যক্রম নিয়ে। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন এই সপ্তাহের মধ্যেই কোনও এক সময় আমরা তফসিল ঘোষণা করবো।
সপ্তাহ আপনারা কী হিসেবে হিসাব করছেন- রবি থেকে বৃহস্পতি কি-না জানতে চাইলে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে দ্বিতীয় সপ্তাহে এই দ্বিতীয় সপ্তাহেই হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ; ৮ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে। এ সময় ছুটির দিনও ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন এই নির্বাচন কমিশনার।
ভোট গ্রহণের সময় বাড়ানো প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।
ইসি বলেন, তফসিল পূর্ব কার্যক্রমের মধ্যে আমাদের কতগুলো রীতিগত রীতি অনুযায়ী কিছু কাজ আছে। আমরা মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবো পুরা কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকাল পত্র পাঠানো হবে। আমাদের তফসিল পূর্ব যে কার্যক্রমগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সেগুলোর স্টেপ নেওয়া হয়েছে। যেমন সংলাপ আইন এবং বিধির সংস্কার এবং আমরা আশা করছি যে গত সপ্তাহে যেগুলোর সংস্কার সম্পন্ন হয়েছে আজ বা কালকের মধ্যে সেগুলো আমরা হাতে পেয়ে যাবো।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.