শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন, একান্তই তাঁর সিদ্ধান্ত

ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতদিন সেখানেই থাকবেন, তা একান্তই তাঁর ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শনিবার (০৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা একটি বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছিলেন এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া তাঁর নিজ দায়িত্ব।

জয়শঙ্কর আরও উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে উন্নতির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়েও নয়াদিল্লির অবস্থান তিনি তুলে ধরেন। তিনি বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফলাফল যা-ই আসুক না কেন, তা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব দৃষ্টিভঙ্গির হবে।”

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র–জনতার অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় গ্রহণ করেন। এরপর আন্দোলন দমনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তার পরও নয়াদিল্লি এখনও ফেরত পাঠানোর বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.