এক্সিম ব্যাংকের বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম জোরদারে বিশেষ সভা অনুষ্ঠিত

এক্সিম ব্যাংকের বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে ঢাকার গুরুত্বপূর্ণ ১০ টি শাখাকে নিয়ে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আজ শনিবার (০৬ ডিসেম্বর) একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসক এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শওকাতুল আলম।

শনিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা), উপ ব্যবস্থাপনা পরিচালক ও বিনিয়োগ পুনরুদ্ধার বিভাগের গ্রধান মাকসুদা খানম, উপ ব্যবস্থাপনা পরিচালক মইদুল ইসলাম, ঢাকার ১০ টি শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ এবং প্রধান কার্যালয়ের বিনিয়োগ পুনরুদ্ধার বিভাগের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

সভায় এক্সিম ব্যাংকের প্রশাসক শওকাতুল আলম বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রমকে আরও জোরদার ও গতিশীল করার জন্য শাখা ব্যবস্থাপকবৃন্দকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.