ভর্তুকি দিয়ে কোনো শিল্পকে দীর্ঘমেয়াদে বাঁচানো সম্ভব না: শিল্প উপদেষ্টা

ভর্তুকি দিয়ে কোনো শিল্পকে দীর্ঘমেয়াদে বাঁচানো সম্ভব না মন্তব্য করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের চিনি শিল্পকে রক্ষা করতে হলে শুধু ভর্তুকি নয়, নিয়মিত কার্যকর বিনিয়োগ দরকার।

বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। দেশের চিনিকলে উৎপাদনকৃত চিনি আগে বিক্রি করা হবে। চিনি শিল্পকে লাভজনক পর্যায়ে আনার জন্য সকল চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।

শনিবার (৬ ডিসেম্বর) নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন করেন তিনি। পরে সুগার মিলের অভ্যন্তরে বৃক্ষরোপণসহ মিলটি পরিদর্শনকালে এ কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, খুব দ্রুতই ঐতিহ্যবাহী এই উত্তরা গণভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক হবার কথা রয়েছে। তবে এখনও চূড়ান্ত দিনক্ষণ ঠিক করা হয়নি।

তিনি আরও বলেন, ‘টিসিবির মাধ্যমে চিনিগুলো বিক্রি করা হচ্ছে। চিনিকলগুলোতে লাভের মুখ দেখাতে হলে চিনি উৎপাদনের সাথে সাথে আরও অন্য কিছু উৎপাদন করতে হবে।’

উত্তরা গণভবন নিয়ে উপদেষ্টা বলেন, ‘আমাদের কাজ হলো উত্তরা গণভবনকে তৈরি রাখা। রেওয়াজ অনুযায়ী প্রতিটি সরকারের সময় এখানে একটি করে সভা হয়। উত্তরা গণভবনটি দীর্ঘ দিন অবহেলিত ছিল, আমরা এটাকে তৈরি করলাম।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার আবদুল ওয়াহাবসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.