ভারতের রিজার্ভ ব্যাংক শুক্রবার মূল রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫ দশমিক ২৫ শতাংশে নামিয়ে এনেছে এবং ব্যাংকিং খাতে ১৬ বিলিয়ন ডলার পর্যন্ত তারল্য বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে।
বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের চাপে রয়েছে, যার ফলে বাণিজ্য ঘাটতি বাড়ছে এবং মুদ্রার রেকর্ড মূল্যহ্রাস হয়েছে।
আরবিআই এবার ফেব্রুয়ারি ২০২৫ থেকে মোট ১২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমিয়েছে, যা ২০১৯ সালের পর সবচেয়ে বড় হ্রাস। আরবিআই গভর্নর গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন, ভারতীয় অর্থনীতি এখন একটি ‘বিরল গোল্ডিলকস’ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
অক্টোবর থেকে মুদ্রাস্ফীতি দ্রুত কমে কেন্দ্রীয় ব্যাংকের নিম্নতম সহনশীলতা সীমা ভেঙে গেছে, কিন্তু প্রবৃদ্ধি শক্তিশালী রয়েছে। খুচরা মুদ্রাস্ফীতি অক্টোবরে সর্বকালের সর্বনিম্ন ০ দশমিক ২৫ শতাংশে নেমে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ দশমিক ৮ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৩ শতাংশ করেছে, আর মুদ্রাস্ফীতির পূর্বাভাস ২ দশমিক ৬ থেকে কমিয়ে ২ শতাংশ করেছে। মালহোত্রা বলেছেন, ভারতের বৈদেশিক খাত ‘স্থিতিস্থাপক’ রয়েছে এবং বৈদেশিক অর্থায়নের প্রয়োজনীয়তা ‘আরামদায়কভাবে’ পূরণ করা হবে।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.