ফোর্বসের অনূর্ধ্ব ৩০ ইউএস তালিকায় বাংলাদেশি রাকিন আহমেদ

বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ ইউএস ২০২৬ এর তালিকায় স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দ রাকিন আহমেদ। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড, এমআইটি ও ডার্টমাউথ বিশ্ববিদ্যালয়ের এমডি-পিএইচডি শিক্ষার্থী। ক্যানসার নির্ণয় ও এর সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি বের করতে আর্টিফিয়াল ইন্টিলিজেন্স (এআই) মডেল তৈরির জন্য গবেষণা চালাচ্ছেন তিনি।
২০২৪ সালের মে মাসে হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে বায়োফিজিক্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন রাকিন। তিনি এমআইটির কিউটিআইএম ল্যাব এবং এমজিএইচ/এইচএসটি মার্টিনোস সেন্টার ফর বায়োমেডিকেল ইমেজিং-এ গবেষণা পরিচালনা করেছেন। তাঁর গবেষণাপত্রের শিরোনাম ছিল “ক্যান্সার ডায়াগনস্টিক্সের জন্য ক্লিনিক্যালি ট্রান্সলেটেবল এআই মডেল তৈরি করা”।

‘২-পি-২’ নামে বিশেষ ধরণের এম.ডি–পিএইচ.ডি প্রোগ্রামের শিক্ষার্থী তিনি। হার্ভার্ড, এমআইটি ও ডার্টমাউথ—তিন শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে যুক্ত করে এই বিশেষ ধরণের শিক্ষা কাঠামো কেবলমাত্র রাকিন আহমেদের জন্য তৈরি করা হয়েছে।
‘ক্যানসার চিকিৎসায় এআই মডেল তৈরি’ শিরোনামে তার গবেষণায় একইসঙ্গে কম্পিউটার বিজ্ঞান, জৈবপদার্থবিদ্যা, প্রকৌশল ও চিকিৎসাবিদ্যাকে যুক্ত করা হয়েছে।
খ্যাতনামা বিভিন্ন জার্নালে তার একাধিক প্রকাশনা স্থান পেয়েছে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক অনেক সম্মেলনে তিনি প্রবন্ধ উপস্থাপন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। মাইন্ড, ব্রেন, বিহেভিয়ার (এমবিবি) পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মান অর্জন করেছেন বাংলাদেশি এই তরুণ।
ফোর্বস ‘৩০ অনূর্ধ্ব ৩০’ ইউএস তালিকায় ৩০ বছরের কম বয়সী ৬০০ তরুণ উদ্যোক্তা, নেতা ও পরিবর্তনকারীদের সম্মানিত করা হয়। বিশ্বজুড়ে প্রায় ২০ হাজার মনোনয়ন থেকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে ৬০০ জনকে বেছে নেওয়া হয়।

রাকিন আহমেদ ২০১৮-২০২০ সালে ডার্টমাউথে প্রিক্লিনিকাল (M1+M2) বছর সম্পন্ন করেন (সেখানে তিনি সরাসরি ডার্টমাউথ থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং আর্লি অ্যাসুরেন্স প্রোগ্রামের মাধ্যমে কলেজের প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন, যেখানে MCAT বাতিল করা হয়েছিল এবং একটি একক স্ট্রিমলাইনড আবেদন ছিল), ২০২০-২০২৪ সাল পর্যন্ত হার্ভার্ড-এমআইটিতে পিএইচডি সম্পন্ন করেছেন এবং হার্ভার্ডে ভর্তির পর এম.ডি.-এর ক্লিনিক্যাল বছর (M3+M4) শুরু করার জন্য ২০২৪ সালের জুনে ফিরে আসেন।

এমডি-পিএইচডি শুরু করার আগে রাকিন ডার্টমাউথে ২০১৮ সালের ক্লাসের সদস্য হিসেবে ফুল-রাইড স্কলারশিপে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ম্যাথ এবং অর্থনীতি অধ্যয়ন করেছেন, হাই অনার্স, ফি বিটা কাপ্পা, টাউ বিটা পাই এবং ম্যাগনা কাম লাউডে স্নাতক হয়েছেন এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

রাকিন আহমেদ ১৯৯৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ শাকির উদ্দিন মোঃ মুনির, মা নার্গিস সিরাজি। তাঁর আদি নিবাস বরিশালের মেহেন্দিগঞ্জে। বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে স্নাতক পড়তে যাওয়ার আগে তিনি রাজধানীর আগা খান স্কুলে পড়াশোনা করেন। তাঁর একমাত্র সহোদর সৈয়দ ফারদিন আহমেদ যুক্তরাষ্ট্রের বাফেলো ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল বায়োলজি ও বায়ো মেডিক্যাল সায়েন্সে পিএইচডি করেছেন। সৈয়দ ফারদিন এমআইটি’র পোস্ট ডক্টরাল স্কলার।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.