রুশ রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের যন্ত্রপ্রকৌশল বিভাগের অধীনস্থ আফ্রিকান্তভ এক্সপেরিমেন্টাল ডিজাইন ব্যুরো সম্প্রতি জওঞগ-২০০ পরমাণু রিয়্যাক্টরের যন্ত্রাংশ তৈরিতে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহারের অনুমতি পেয়েছে।
প্রথম নির্মিত যন্ত্রাংশটি হলো টার্মিনাল বক্স, যা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পাম্পিং যন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আফ্রিকান্তভ এক্সপেরিমেন্টাল ডিজাইন ব্যুরোর প্রধান প্রযুক্তিবিদ ইউরি ভিটনভ বলেন, “জওঞগ-২০০ রিয়্যাক্টরের জন্য যন্ত্রাংশ তৈরিতে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহারের অনুমতি প্রাপ্তির মাধ্যমে সমুদ্রে ব্যবহৃত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ পরমাণু শিল্পের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির পথ সুগম হলো।”
রসাটম ফুয়েল ডিভিশনের অন্তর্ভূক্ত এডিটিভ টেকনলজি বিজনেস বিভাগের পরিচালক ইলিয়া কাভেলিশভিলি জানান, “থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি চালুর ফলে ডিজাইন এবং উৎপাদনের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ কার্যকর জ্যামিতিক ডিজাইন এবং উন্নত কার্যক্ষম বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা সম্ভব। প্রযুক্তি ব্যবহারের ফলে যন্ত্রের দক্ষতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি পায়, পাশাপাশি ওজন ও ব্যয়ও কমে।”
এটি রাশিয়ার পরমাণু শিল্পে প্রথমবারের মতো থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে রিয়্যাক্টরের যন্ত্রাংশ উৎপাদনের ঘটনা। এর আগে এই প্রযুক্তি সীমিত ছিল বেঞ্চ টেস্টিং ইক্যুইপমেন্ট, প্রসেস টুলিং ও প্রোটোটাইপ মডেল তৈরিতে।
থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহারের সুবিধাগুলোর মধ্যে রয়েছে— যন্ত্রাংশের দীর্ঘায়ু বৃদ্ধি, উন্নত আর্থিক কার্যকারিতা, কম জনবল ব্যবহারের মাধ্যমে উৎপাদন।
প্রযুক্তিটি এডিটিভ প্রযুক্তি হিসেবেও পরিচিত। এতে ডিজিটাল ডিজাইন অনুযায়ী একের পর এক লেয়ার যুক্ত করে ত্রিমাত্রিক বস্তু তৈরি করা হয়। ব্যবহৃত উপকরণের মধ্যে রয়েছে প্লাস্টিক, রেজিন, স্টিল ইত্যাদি।
অর্থসূচক/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.