বিটিআরসির সাবেক চেয়ারম্যান ও কমিশনারদের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট নির্ধারণে অনিয়ম করে রাষ্ট্রকে প্রায় ৯ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কমিশনারসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ ডিসেম্বর) দুদকের খুলনা বিভাগের পরিচালক মো. জালাল উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস, সাবেক ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, সাবেক কমিশনার মো. জহুরুল হক, সাবেক কমিশনার মো. রেজাউল কাদের এবং সাবেক কমিশনার মো. আমিনুল হাসান।

এজাহারে বলা হয়েছে, ২০১৪ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনকালে আসামিরা সরকার অনুমোদিত নীতিমালা ও নির্দেশনা উপেক্ষা করে বেআইনিভাবে কম টার্মিনেশন রেট বহাল রাখেন।

২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে প্রতি মিনিট আন্তর্জাতিক কলের টার্মিনেশন রেট নির্ধারিত ছিল শূন্য দশমিক শূন্য তিন (০.০৩) মার্কিন ডলার। কিন্তু ওই মেয়াদ শেষে তা শূন্য দশমিক শূন্য এক পাঁচ (০.০১৫) মার্কিন ডলার বহাল রাখা হয়। পাশাপাশি সরকারের রেভিনিউ শেয়ার ৫১ দশমিক ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ এবং ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরদের শেয়ার ১৩ দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়। এই অনিয়মের ফলে সরকারের সর্বমোট ৯ হাজার ১০ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার ৮৫ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.