লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে (আইসিটি) কেন্দ্র করে বিরূপ মন্তব্য করার অভিযোগে আদালত অবমাননার মুখে পড়ার পর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপি নেতা ফজলুর রহমান লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, ট্রাইব্যুনাল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমান আনুষ্ঠানিকভাবে লিখিত ক্ষমাপত্র জমা দিয়েছেন।

চিফ প্রসিকিউটর আরও জানান, এ বিষয়ে আগামী সোমবার (৮ ডিসেম্বর) আদালতে শুনানি অনুষ্ঠিত হবে, যেখানে ফজলুর রহমানের ক্ষমাপ্রার্থনা ও মামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.