ভ্যাট দিতে উৎসাহিত করতে জাতীয় ও জেলা পর্যায়ে সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানকে সম্মানিত করার রেওয়াজ রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)।
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেই রেওয়াজ থেকে বেরিয়ে এসেছে এনবিআর। তাই গতবারের মতো এবারেও সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছে না সরকারি এ সংস্থাটি।
এনবিআরের এক উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১০ ডিসেম্বর ভ্যাট দিবস, আর ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবে এনবিআর। এ লক্ষ্যে গত নভেম্বর মাসেই ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করে এনবিআর।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সভাপতি করে নয় সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- কাস্টমস : নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য, কাস্টমস : রপ্তানি, বন্ড ও আইটি, কর নীতি, কাস্টমস : নীতি ও আইসিটি, মুসক বাস্তবায়ন ও আইটি শুল্ক ও ভ্যাট প্রশাসন, মুসক নীতি, মূসক নিরীক্ষা ও গোয়েন্দা দপ্তরের সদস্য পদমর্যাদার কর্মকর্তারা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.