এলপি গ্যাসের দাম বাড়ল

এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়ানো হয়েছে। চলতি ডিসেম্বরে মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে এক হাজার ২৫৩ টাকা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এটি আজ সন্ধ্যা থেকে কার্যকর হচ্ছে।

এনার্জি রেগুলেটরি কমিশন নির্ধারিত নতুন দাম অনুযায়ী, অটোগ্যাসের দাম ৫৫ দশমিক ৫৮ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা।

গেল নভেম্বরে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ২১৫ টাকা। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ছিল ৫৫ টাকা ৫৮ পয়সা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.