আইপিএল নিলামে মুস্তাফিজ ২ ও সাকিব ১ কোটি

আইপিএলের আসন্ন মিনি নিলামে অংশ নিতে এবার এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে ৪৫ জনের ভিত্তিমূল্য সর্বোচ্চ দুই কোটি রুপি, যেখানে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানও আছেন। আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি রুপি।

ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, এবারের নিলামের জন্য মোট এক হাজার ৩৫৫ জন ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন। গত ৩০ নভেম্বর নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পর আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে এই তালিকা পাঠিয়েছে।

ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ২৫ সদস্যের স্কোয়াড গঠন করতে পারবে। বর্তমানে মিনি নিলামের মাধ্যমে দলে ভেড়ানোর জন্য ৭৭টি শূন্যস্থান আছে, যার মধ্যে ৩১টি বিদেশি খেলোয়াড়দের জন্য। ১০ দল নিজেদের পছন্দের তালিকা চূড়ান্ত করে জমা দেবে ৫ ডিসেম্বরের মধ্যে। এরপর ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে এবারের মিনি নিলাম।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় ভারতীয় ক্রিকেটার মাত্র দুজন, ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণই। বাকিরা ভারতের বাইরের খেলোয়াড়, মোট ১৪টি দেশ থেকে নিবন্ধন এসেছে। উল্লেখযোগ্যভাবে মালয়েশিয়া থেকেও নাম এসেছে, যেখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা বীরানদীপ সিংও এবার নিলামে আছেন।

নিলামে অন্যতম আকর্ষণ হতে পারেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। গত বছর চোটের কারণে তিনি মেগা নিলামে ছিলেন না। এবারে বাজেট সুবিধার কারণে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস তাঁকে দলে নিতে আগ্রহী হতে পারে। আন্দ্রে রাসেলের অবসরের পর কলকাতা তাঁর জায়গা পূরণের বিষয়টি বিবেচনা করছে। তালিকায় না থাকাদের মধ্যে সবচেয়ে বড় নাম অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। এবারের মিনি নিলামে তিনি নিবন্ধন করেননি। ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলেও নিলামে আগ্রহ নেই তার। নিলামে নাম দেননি মঈন আলী, কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসি।

আইপিএলে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্রিকেটারদের নাম- রবি বিষ্ণই, ভেঙ্কটেশ আইয়ার, মুজিব উর রহমান, নবীন উল হক, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, স্টিভ স্মিথ, মুস্তাফিজুর রহমান, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, টম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, ড্যান লরেন্স, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, জেমি স্মিথ, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, উইল ও’রউর্ক, রচিন রবীন্দ্র, জেরাল্ড কোয়েটজি, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিখ নরকিয়া, রাইলি রুশো, তাবরাইজ শামসি, ডেভিড ভিসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাতিরানা, মাহিশ থিকশানা, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.