সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রথম সচিব হলেন হাবিবুর রহমান

সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রথম সচিব হিসেবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রফিক আহমেদ। তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে আইন মন্ত্রণালয় গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করে সচিব পদ সৃষ্টির উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় প্রধান বিচারপতি ১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে নবগঠিত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেন, যা তিনি বর্তমান দায়িত্বের পাশাপাশি পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি ও সুপ্রিম কোর্ট সচিবালয় উভয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের ৪ নম্বর ধারার (২) ও (৪) উপধারা অনুযায়ী সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির হাতে থাকবে। আইন অনুযায়ী সচিবালয়ের কার্যক্রম পরিচালনার জন্য একজন সচিবকে প্রশাসনিক প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। নিম্ন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ) অধ্যাদেশ জারির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে দ্রুত সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা ও সচিবালয় কার্যকর করতে প্রয়োজনীয় গেজেট জারিসহ সব প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানায়।

বিজেএসএর সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মজহারুল ইসলাম এক বিবৃতিতে বলেন, দেশের মানুষের জন্য বহু প্রতীক্ষিত স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করায় আমরা আনন্দিত।

তারা আরও বলেন, এই অধ্যাদেশ একটি ঐতিহাসিক দলিল হিসেবে থাকবে এবং জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার অন্যতম প্রধান ব্যবস্থা হিসেবে কাজ করবে। ইতিহাসে বহুদিন ধরে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আলোচনা হলেও বিভিন্ন কারণে দেশে তা বাস্তবায়িত হয়নি। ১৯৯৯ সালে মাসদার হোসেন মামলার রায় স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.